সাংস্কৃতিক কর্মী অনয় বনিকের মাতার মৃত্যুতে শোক

সাংস্কৃতিক কর্মী অনয় বনিকের মাতার মৃত্যুতে শোক

উদীচী, বরিশাল নাটক ও উত্তরণের কার্যকরি কমিটির সদস্য অনয় বনিক এর মাতা অর্চনা বনিক গতকাল ২০ জুন সকাল ৬ টা ৩০ মিনিটে মৃত্যুবরন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশকরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারণ সম্পাদক স্নেহাংসু বিশ্বাস, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ,সাধারণ সম্পাদক পার্থসারথী বিশ্বাস, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি জুবায়ের হোসেন সাহেদ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ সংগঠনের সকল শিল্পী ও সদস্যবৃন্দরা।